লতিফ সিদ্দিকীকে অবাঞ্চিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:55:29

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে অবাঞ্চিত ঘোষণা করে বর্তমান এমপি আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা প্রতিবাদ সভা  করে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে।  টাঙ্গাইল জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লতিফ সিদ্দিকীর  অনশনের  প্রতিবাদে এ কর্মসূচি তারা পালন করছে।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার অ্যালেঙ্গায় এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে প্রতিবাদ সভা, লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি অ্যালেঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় অ্যালেঙ্গা বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। শেষে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ এবং তাকে কালিহাতি থেকে অবাঞ্চিত ঘোষণা করেন সোহেল হাজারীর সমর্থকরা।

এদিকে লতিফ সিদ্দিকীর সমর্থকরা অ্যালেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়ার চেষ্টা করলে সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সম্পর্কিত আরও খবর