মরে গেলেও নির্বাচন বর্জন করব না: ড. কামাল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 02:52:18

মরে গেলেও নির্বাচন বর্জন করবেন না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, সরকার যদি বুদ্ধি করে এমন পরিস্থিতি সৃষ্টি করে, এতে আমরা নির্বাচন করতে পারব না, এটা তারা পারবে না। মরে গেলেও আমরা নির্বাচন বর্জন করবো না। আমি মরে গেলে আমার লাশ নিয়ে ভোট দিতে যাবে।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা দুইটায় রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, নজরুল ইসলাম খান, ড. মইন খান, মোস্তফা মহসিন মিন্টু, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বার্তা২৪.কমকে বলেন, সারাদেশে নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। নিবাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। আজকের বৈঠকে এসব বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এ সম্পর্কিত আরও খবর