ভোটের মাঠে শঙ্কা কাটাতে আগাম বিজিবি: রফিকুল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 15:47:32

রাজনৈতিক দলসহ সবার শঙ্কা দূর করতেই আগাম বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জনিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

জাতীয় ঐক্যফ্রন্টের আগাম সেনা মোতায়েনের দাবির প্রেক্ষিতে তিনি বলেছেন, ‘সেনা মোতায়েন সময়সাপেক্ষ ব্যাপার। রাজনৈতিক দলসহ সবাই অভিযোগ করছেন যে, মাঠের পরিবেশ পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন। তাই আমরা শঙ্কা কাটাতে মাঠে বিজিবি নামিয়েছি।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে। তবে কত আসনে নামানো হয়েছে তা আমি জানি না। পরিস্থিতি বিবেচনায় আগে পরে মাঠে নামানো হবে বিজিবি। যে স্থানে আগে দরকার সেখানে আগে নামানো হবে, আর যেখানে পরে নামালেও চলবে সেখানে পরে নামানো হবে।’

ইসি বলেছিলো ২২ তারিখের দিকে বিজিবি নামানো হবে। তাহলে আগে কেন নামানো হল- এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবাই অভিযোগ করছেন, পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। হামলা হচ্ছে। তাই সিদ্ধান্ত নিলাম যে আগে থেকেই মাঠে বিজিবি নামাবো। আমরা সিদ্ধান্ত নিয়ে বিজিবিকে জানালাম, তারা মাঠে নেমে গেছে।’

এ সম্পর্কিত আরও খবর