ভোটারদের জন্য মাঠ একেবারে সমতল: রফিকুল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:47:00

সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘মাঠ সমতল করব কিভাবে, কারণ ওনারা নিজেরাই ছোট দল হিসেবে দাবি করেন। আমি কিভাবে ছোট দলকে বড় দল করে দেব। তবে ভোটারদের জন্য মাঠ একেবারে সমতল করা আছে। এমন কোনো ভোটার নেই, যার ভোটার তালিকায় নাম নেই। এমন কেউ নেই যে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না।’

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুরে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

বাঙালি জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে এমন গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ভোটার ও সারাবিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে এমন নির্বাচন উপহার দেওয়া হবে।’

জামায়াতে ইসলামীর প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে রফিকুল ইসলাম বলেন, ‘জামায়েতে ইসলামী বলে কোনো রাজনৈতিক দল বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানতে চেয়েছে, আমরা এখনো বসেনি। এ ব্যাপারে এককভাবে আমি কোনো সিদ্ধান্ত জানাতে পারি না।’

এ সময় তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে ভোটের মাঠ সমতল করা। প্রার্থীদের জন্য সম আচরণের চেষ্টা করা হচ্ছে। সবার ক্ষেত্রে আইনের সম প্রয়োগের চেষ্টা করছি। এতে কোনো ব্যতয় ঘটেনি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে আলাদা বিশেষ ব্যবস্থা থাকবে।’

এর আগে জেলা পরিষদ মিলনায়তনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, আট জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার।

এ সম্পর্কিত আরও খবর