গণসংযোগে বাধা, আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 14:20:25

গণসংযোগে বাধা দেয়ায় রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও সাবেক সাংসদ আবু হেনা দলীয় নেতাকর্মীদের ‍নিয়ে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি বাজারে গণসংযোগ করছিলেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা বাধা দেয়। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা সেখান থেকে পাশের হামিরকুৎসা বাজারে যায়। সেখানে গণসংযোগ শুরু করলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের এক পর্যায়ে জাতীয় এক্যফ্রন্টের নেতাকর্মীদের হামলার মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর করে।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও উপজেলা বিএনপির সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া জানান, ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ আবু হেনাকে নিয়ে উপজেলার গোয়ালকান্দি বাজারে নির্বাচনী গণসংযোগের সময় তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তারা একই উপজেলার হামিরকুৎসা বাজারে আসলে সেখানেও তাদের দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

তবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন অভিযোগ অস্বীকার করেন। তারা জানান, নির্বাচনী প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীরাই তাদের ওপরে হামলা চালায় ও অফিস ভাঙচুর করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ওই এলাকা থেকে দুই পক্ষকে সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি পুলিশের অনুকূলে রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর