ভোটের খবর জানাতে মাশরাফির নড়াইল থেকে এম. এম. কায়সার

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-27 22:24:33

একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর। ভোট নিয়ে বার্তা২৪-এ  থাকছে প্রতি মুহূর্তে থাকছে বিশেষ আয়োজন।

নির্বাচনের এই বিশেষ আয়োজনে যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার শহর নড়াইল। দক্ষিণবঙ্গের এই জেলার কৃতি সন্তান মাশরাফি এবারের সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

পড়ুন: মাশরাফির বাড়িতে নির্বাচনী উৎসব

গত দুইদিন ধরে ভোটের খবর তুলে আনতে মাশরাফির শহরে অবস্থান করছেন বার্তা২৪.কমের স্পেশাল করেসপেন্ডন্ট এম. এম. কায়সার। এরই মধ্যে নড়াইলের অলি-গলি ঘুরে তরুণ ভোটারদের মাশরাফি ভক্তি, নির্বাচন নিয়ে যে উন্মাদনা তা তুলে ধরছেন।

পড়ুন:মাশরাফিময় নড়াইল!

দেশসেরা এই ক্রিকেটার নির্বাচনে প্রার্থী হওয়ায় এ  আসনের ভোটে বাড়তি আমেজ বিরাজ করছে।

পাঠক, প্রিয় ক্রিকেটারের শহর নড়াইলের ভোটের হালচাল জানতে বার্তা২৪-এর  সঙ্গে থাকুন।

এ সম্পর্কিত আরও খবর