ভোটের সাতদিন আগে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-08 09:15:31

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সাত দিন আগে লাইসেন্স করা বৈধ অস্ত্র ও থানা বা ট্রেজারিতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এসব অস্ত্র জমা দিতে হবে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সরকারি কর্মকর্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা বা অনুরূপ নিরাপত্তার কাজে ব্যবহৃত বৈধ অস্ত্র জমা দিতে হবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বৈধ অস্ত্র জমা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ব্যতিত অন্যান্য বৈধ লাইসেন্সকৃত অস্ত্র নির্বাচনের সাত দিন পূর্বে অর্থাৎ ২৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় ট্রেজারিতে জমা দেয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে সরকারি কর্মকর্তা বা স্থাপনা অথবা নিরাপত্তার কাজে ব্যবহৃত অস্ত্র জমা দেয়ার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলো।

কমিশন সূত্রে, ভোট গ্রহণের ৭ দিন আগে লাইসেন্স করা বৈধ অস্ত্র থানা বা ট্রেজারিতে জমা দিতে হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে এসব অস্ত্র জমা দিতে হবে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বৈধ অস্ত্র জমা দিতে হবে না। একই ভাবে সরকারি কর্মকর্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা বা অনুরূপ নিরাপত্তার কাজে ব্যবহৃত বৈধ অস্ত্র জমা দেয়ার প্রয়োজন হবে না। নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আজ এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

দু-এক দিনের মধ্যে পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী ও ২০ ডিসেম্বর থেকে বিজিবি মাঠে থাকার নির্দেশনা দেয়া হবে।

সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বৈধ অস্ত্র জমা নেয়নি কমিশন। তবে এর আগের নির্বাচনে বৈধ অস্ত্র জমা নেয়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর