নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন, ফাঁকা গুলিবর্ষণ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-30 18:09:35

কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের নৌকার প্রার্থী জাফর আলমের দুই নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা গুলিবর্ষণও করেছেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে পেকুয়া বাজার ও টৈটংয়ের হাজী বাজারে নৌকার প্রার্থী দুইটি নির্বাচনী কার্যালয়ে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে এঘটনার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী ও ২০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট হাসিনা আহমেদকে দায়ি করেছেন নৌকার প্রার্থী জাফর আলম।

তিনি বার্তা ২৪.কমকে বলেন, সুষ্ঠু নির্বাচন বানচাল করতে বিএনপির প্রার্থীরা উঠে পড়ে লেগেছে। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি-ধামকি ও ফাঁকা গুলিবর্ষণে ভীতি প্রদর্শন করছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বার্তা ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ফাঁকা গুলিবর্ষণের খবর পাওয়া গেলেও কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।

এ সম্পর্কিত আরও খবর