ভোলায় জনতার মুখোমুখি ৪ প্রার্থী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 03:21:21

ভোলায় জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে উঠলেন ভোলা-১  (সদর) আসনের চার জন প্রার্থী। সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের বাংলাস্কুল মাঠ এর ভাসানী মঞ্চে এ অনুষ্ঠান হয়। 

জনতার মুখোমুখি অনুষ্ঠানে ভোলা সদর সংসদীয় আসনের আওয়ামী লীগ প্রার্থী বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা ইয়াছিন নবিপুরী, জাপা প্রার্থী  কেফায়েত উল্ল্যাহ নজিব ও সিপিবি প্রার্থী এ্যাড. একেএম সোহেল আহমেদ। তবে অসুস্থতার কারণে বিএনপি প্রার্থী  গোলাম নবী আলমগীর উপস্থিত ছিলেন না।

প্রার্থীদের কাছে ভোটাররা তাদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরলে প্রার্থীরা নির্বাচন নিয়ে তাদের ভাবনা  এবং জেলার উন্নয়ন নিয়ে কথা বলেন।

‘অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই” এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির উপদেষ্টা মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী।

এ সময় সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, সুজন’র জেলা সাধারন সম্পাদক নাসির লিটন, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সদর আসনের ভোটার ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহনণকরেন।

অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেছেন, ভোলার নির্বাচনী পরিবেশ খুবই ভাল, শান্তিপূর্ণ । আমি বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগিরের বাড়িতে গিয়েছি । শুভেচ্ছা বিনিময় করেছি। এখানে কারো প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে না। তবে তারা নিজেরাই মানুষের কাছে যাচ্ছে না। তোফায়েল আহমেদ আরো  বলেন, বিএনপি আমলে ভোলায় পানি সম্পদ মন্ত্রী ছিল কিন্তু  ভোলার নদী ভাঙন প্রতিরোধে কোন কাজ করেনি । আমরা ভোলার নদী ভাঙন  রোধে  ব্লকসহ বাধ দিয়েছি । নদী ভঙন বন্ধ করেছি ।ভোলায় ব্যাপক উন্নয়ন করেছি। 'আমার গ্রাম আমার শহর' এই স্লোগান নিয়ে গ্রামগুলোতে শহরের সকল সুবিধা পৌছে দিয়েছি। আওয়ামী লীগ নির্বাচিত হলে এবার সারা দেশের গ্রামগুলো শহরে রূপান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও খবর