নির্বাচনের মাঠই নাই আবার সমান হবে কিভাবে: ফখরুল

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী | 2023-08-23 15:12:08

'৯২ হাজার মামলা আর ২৫ লাখ আসামি করে নজির বিহীন ঘটনা ঘটিয়ে বলছেন নির্বাচনে পরিবেশ সুষ্ঠ রয়েছে। এ নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ, ঢাল নাই, কিছুই করতে পারেনা। কিছু বললে অসহায়ের মতো তাকিয়ে থাকে। তাই এ নির্বাচন কমিশন দিয়ে কখনও সুষ্ঠ নির্বাচন হতে পারবেনা।'

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলার সৈয়দপুর ফাইভ স্টার মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী পথসভায় এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় নীলফামারী-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হেসেন সরকারের হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে এ আসন থেকে বিজয়ী করার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার স্বৈরাচার আর ফ্যাসিবাদের পাথর আমাদের বুকে চেপে রেখে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী এখন আওয়ামী লীগের চাকরি করে এমন অভিযোগ করে তিনি বলেন,  নির্বাচনের কোন পরিবেশ না থাকায় মানুষের মুখে এখন কোন হাসি নাই। নির্বাচনের মাঠই নাই আবার সেথায় মাঠ সমান হবে কিভাবে। আপনাদের অধিকার আদায় করে নিন। ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট গণনা শেষে বাড়ি ফিরবেন।

এ সম্পর্কিত আরও খবর