নাশকতার নির্দেশনা দেয়া সাবেক মেয়র বুলবুলের কল রেকর্ড ফাঁস

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী | 2023-08-31 00:04:29

নাশকতার নির্দেশনা দেয়া রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের কল রেকর্ড ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ওই রেকর্ডে ভাগিনা মাসুদকে ২৮ ডিসেম্বর থেকে দেশব্যাপী নাশকতা তৈরির জন্য বিএনপির তৃণমূল নেতাদের প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন বুলবুল।

ফোনালাপে মাসুদ নামের ওই ব্যক্তি মোসাদ্দেক হোসেন বুলবুলের কুশলাদি জিজ্ঞাসা করার পরে নির্বাচন কেন্দ্রিক দলীয় নির্দেশনা জানতে চাইলে বুলবুল প্রস্তুত করতে নির্দেশ দেন।

তিনি এটাও বলেন, ২৮ ডিসেম্বরের পর এমন পরিস্থিতি তৈরি করা হবে যা কল্পনাতীত। অস্থিতিশীল পরিস্থিতি ধারণা দিতে বুলবুল বলেন, ‘হয় বাংলাদেশ থাকবে, নইলে ইনাশাল্লাহ দেশই ডিভাইড (বিভক্ত) হয়ে যাবে।’

ওই কল রেকর্ডে মোসাদ্দেক হোসেনের ভাগিনা মামুন নিজেদের প্রস্তুত করতে নির্দেশনা চাইলে ২৮ তারিখ থেকেই নাশকতা পরিকল্পনা সর্বশেষ নির্দেশ বলে অভিহিত করেন বুলবুল।

এ সম্পর্কিত আরও খবর