ডেপুটি স্পিকারের পক্ষে ভোট চাইলেন রিপন

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-16 10:51:42

নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে নৌকা মার্কার প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার জন্য ভোট চাইলেন একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের মনোনয়ন বঞ্চিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

শনিবার (২২ ডিসেম্বর) সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের কাছে তিনি নৌকা মার্কায় ভোট চান।

এসময় মাহমুদ হাসান রিপন বলেন, ‘সব বিভেদ ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকাকে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে। এলাকার উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়ী করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’

গনসংযোগকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসিল আরেফিন টিটুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এ সম্পর্কিত আরও খবর