‘নৌকার জয়’ স্লোগানে মুখরিত তারাগঞ্জ

বিবিধ, নির্বাচন

ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-30 22:55:36

‘জয়বাংলা-নৌকার জয়। জয় বঙ্গবন্ধু-নৌকার জয়। তোমার আমার ঠিকানা-শেখ হাসিনা। তুমি কে আমি কে- নৌকা নৌকা। বিশ্ববাসী কী কয়-নৌকার জয়, নৌকার জয়’- এমন উজ্জীবিত স্লোগানে এখন মুখরিত তারাগঞ্জ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে স্লোগান আর আনন্দে ভাসছে রংপুরের নেতাকর্মীরা।

রোববার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের পুত্রবধূর আগমনকে ঘিরে মানুষের স্রোত এখন তারাগঞ্জ অভিমুখে।

খণ্ড খণ্ড মিছিল আর নৌকার স্লোগানে ছোট-বড় সব বয়সী মানুষের অংশগ্রহণ যেন লক্ষণীয়। সময় গড়ার সঙ্গে সঙ্গে ভরে উঠতে শুরু করেছে জনসভাস্থল। সবার অপেক্ষা এখন প্রধানমন্ত্রীকে ঘিরে।

রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু জানান, সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসবেন শেখ হাসিনা। সেখানে তাকে বরণে রংপুর বিভাগের আওয়ামী লীগ ছাড়াও মহাজোট নেতারা রয়েছেন। বেলা ১১টায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কামাল আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর আড়াইটায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। নৌকার প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিনের সমর্থনে জনসভা শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রংপুর ত্যাগ করবেন তিনি।

এর আগে পীরগঞ্জের ফতেপুরে তার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার স্মৃতিবিজড়িত জয়সদনে যাবেন প্রধানমন্ত্রী। 

এ সম্পর্কিত আরও খবর