সেনাবাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে: কাদের

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-27 01:28:20

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সেনাবাহিনীকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করার পরিস্থিতি তৈরি করে তাহলে ৩০ ডিসেম্বর ব্যলটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। তাদেরকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ এবং সকল উন্নয়নের অংশীদার। ‘

সোমবার (২৪ ডিসেম্বর) তার নির্বাচনী এলাকায় কবির হাট উপজেলার কান্দির পাড় ঈদগাহ ময়দান ও নুরু ব্যাপারীর হাট এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনীকে স্বাগত জানাই। তবে তাদের আসার খবরে কেউ উৎফুল্ল বা উৎসাহিত হবার কোনো কারণ নেই। দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন কাজে সহায়তা করার জন্য মাঠে নেমেছে। তাই তারা নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা এখন নিজেরা নিজেদের ওপর হামলা করে আমাদের ওপর দোষ চাপায়। আমরা কোথাও কোনো গোলমাল করিনা এবং করবও না।’

মওদুদ আহমেদের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, ‘তিনি নিজের গাড়ি বাড়িতে রেখে ভাড়া গাড়ি নিয়ে বের হন, নিজেদের লোক দিয়ে হামলা করে গাড়ি ভেঙ্গে আওয়ামী লীগের ওপর দোষ চাপায়। তবুও নির্বাচন কমিশন এ ঘটনার তদন্ত করবে। যদি আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো লোক জড়িত থাকার প্রমাণ মেলে তাকে থানায় দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মনে রাখবেন সামনের তিনদিন ঐক্যফ্রন্ট-বিএনপি অনেক উস্কানি দেবে তাদের উস্কানির ফাঁদে পা দিবেন না। ভরা কলসি নড়ে না, আমাদের সঙ্গে জনগণ আছে।’


আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ‘গত নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিলাম তা পূরণ করেছি। ডিজিটাল সুবিধা দেওয়ায় গ্রামগুলো শহর হয়ে গেছে। শেখ হাসিনা ওয়াদা করেছেন এবার ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের একজন বেকারকে চাকরি দেয়া হবে। তিনি যা ওয়াদা করেন তা রক্ষা করেন।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘জেতার আগেই জিতে যেওনা। ৩০ তারিখে ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র রক্ষা করবে, কারণ বিএনপি কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে।’

ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণ চর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কবির হাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর