কেমন নেতা চাচ্ছে তরুণ ভোটাররা?

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি, বার্তা২৪.কম | 2023-08-30 03:35:32

ঝালকাঠি-১ এবং ঝালকাঠি-২ আসনে নতুন ভোটার রয়েছে ৬২ হাজার ৩৫৯ জন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রথমবারের মতো ভোট প্রদানের জন্য। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন নেতাকে যোগ্য বলে মনে করছে তারা? 

মূলত নির্বাচনে ভোট দেয়ার মতো সুষ্ঠু পরিবেশ থাকবে, নির্বাচন পরবর্তী সময়ে পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এমনটাই প্রত্যাশা নতুন ভোটারদের।

ঝালকাঠি-১ এবং ঝালকাঠি-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৮৫৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৯২ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৭৩৫ জন। এর মধ্যে নতুন ভোটার ৬২ হাজার ৩৫৯ জন। জেলায় মোট ২৩৭টি ভোটকেন্দ্র রয়েছে।

ঝালকাঠি-২ আসনের তরুণ নারী ভোটার সালমা আক্তার বলেন, ‘নতুন ভোটার হিসেবে আমার প্রত্যাশা অনেক বেশি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুশৃঙ্খল একটি নির্বাচন আমি প্রত্যাশা করছি। পাশাপাশি জেলার আরও উন্নতি দেখতে চাচ্ছি। আমরা নারীরা অনেক পিছিয়ে রয়েছি। জেলার বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ অনেকটাই কম। নানা সেক্টরে নারীদের অগ্রসরতা দেখতে চাচ্ছি। এজন্য জেলা সদরে এমন একজন নেতাকে চাচ্ছি যিনি আসলে সৎ, নীতিবান, আদর্শবান হবেন। যিনি আমাদের (নারীদের) প্রতিটি সেক্টরে অংশগ্রহণ করার সুযোগ দেবেন।’

একই আসনের নতুন নারী ভোটার সঞ্চিতা সাহা বলেন, ‘ঝালকাঠিতে অনেক সম্পদ ও সম্ভাবনা রয়েছে। সেগুলো উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা দরকার। যার মধ্যে অন্যতম কীর্ত্তিপাশা জমিদার বাড়ি, আটঘর-কুড়িয়ানার পেয়ারাবাগানসহ অনেক সম্ভাবনাময় স্থান। উন্নয়নের পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুশৃঙ্খল একটি নির্বাচনের শতভাগ প্রত্যাশা আমাদের।’

ঝালকাঠি-১ আসনের নতুন ভোটার আতিকুল ইসলাম হৃদয় বলেন, ‘বিগত দিনে ঝালকাঠি জেলায় যত সন্ত্রাস, রাহাজানি ও মাদকের বিস্তার ছিল বর্তমানে তা কমে গেছে। এজন্য যাদের অবদান রয়েছে চিন্তা-ভাবনা করে তাদেরই ভোট দেব। যাতে আমরা বিগত ১০ বছরের ন্যায় শান্তিপূর্ণ জেলায় বসবাস করতে পারি।’

নতুন ভোটাদের কথা মাথায় রেখে বিভিন্ন রকমের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়ার কথা জানালেন ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বিগত ১০ বছরে আমি ঝালকাঠি-নলছিটিতে ব্যাপক উন্নয়ন করেছি। ঝালকাঠিতে টিটিসি, নার্সিং ইনস্টিটিউট, বিসিক শিল্পনগরীসহ বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হয়েছে। যেখানে বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে। আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে নতুন ভোটারদের কথা মাথায় রেখে ঝালকাঠিতে ছোট ছোট শিল্প কারখানা তৈরি করে দেব।’

এ সম্পর্কিত আরও খবর