নিজের খেয়ে গোলামের গোলাপফুলের প্রচারণা!

বিবিধ, নির্বাচন

রাকিবুল ইসলাম রাকিব, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ), বার্তা২৪.কম | 2023-08-01 12:01:28

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ ওরফে জিএম মাস্টার ‘গোলাপফুল’ প্রতীক নিয়ে গণসংযোগ করে মাঠ সরগরম করে তুলেছেন। তিনি ছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তরিকত ফেডারেশনসহ পাঁচটি দলের মনোনীত প্রার্থীরা।

হলফনামার তথ্যে জানা গেছে, গোলাম মোহাম্মদের কাছে নগদ ১০ হাজার টাকা আছে। দলীয় নেতাকর্মী, জাকের ভক্তরা নিজের খেয়ে ও পকেটের টাকা খরচ করে গোলাপফুলের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি প্রচারণার মাইকিং থেকে শুরু করে পোস্টার টাঙানো ও গণসংযোগ সব কিছু নিজ খরচেই করে যাচ্ছে দলীয় কর্মীরা।

এ বিষয়ে জাকের পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বলেন, ‘দলীয় নেতা-কর্মী ও জাকেরানরা বিভিন্ন গ্রুপ করে নিজের খেয়ে গোলাপফুলের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। যখন যেখানে যা দরকার হচ্ছে কর্মীরা তা নিজ পকেট থেকেই খরচ করছে। সুষ্ঠু নির্বাচন হলে জয় আমাদের নিশ্চিত।’

দলীয় নেতা-কর্মীরা জানান, গোলাম মোহাম্মদের বাড়ি পূর্বাঞ্চলীয় এলাকার মাওহা ইউনিয়নে। পূর্বাঞ্চলীয় অচিন্তপুর, মাওহা ও সহনাটি এই তিন ইউনিয়নে জাকের পার্টির বিশাল ভোট ব্যাংক রয়েছে। এর বাইরে গৌরীপুরে ২০ হাজার জাকেরান ভক্ত আছে। তাছাড়া আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর বাড়ি নির্বাচনী এলাকার শেষ সীমানায় হওয়ায় পূর্বাঞ্চলীয় এলাকার ও জাকেরানদের ভোট গোলাপফুল প্রতীকে পড়বে। তাই নির্বাচনে নৌকা, ধানের শীষ ও গোলাপফুল প্রতীকে ত্রিমুখী লড়াই হবে।

বুধবার (২৬ ডিসেম্বর) গোলাম মোহাম্মদ দলীয় নেতা-কর্মী ও জাকেরানদের নিয়ে নির্বাচনী এলাকার মাওহা ও ভাংনামারী ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় লিফলেট বিতরণ করে গোলাপফুল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

জাকের পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ বলেন, ‘জাকের পার্টি সরকারকে সহযোগিতা করেছে বলেই ১০ বছর সফলভাবে ক্ষমতায় থাকতে পেরেছে। আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা নির্বাচনে এসেছি। যারা গরিব মানুষের হক মেরে দেয়, যারা মানুষকে অবহেলা ও অবজ্ঞা করে, তারা ক্ষমতায় থাকলে নিরাপদ, ন্যায় ও
সমতাভিত্তিক দেশ গড়া যাবে না। তাই দেশের মানুষের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়তে আমি গোলাপফুল প্রতীকে ভোট প্রার্থনা করছি।’

এ সম্পর্কিত আরও খবর