‘ভোট দিয়ে গণনা শেষে বাড়ি ফিরতে হবে’

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম | 2023-08-13 02:24:55

বিএনপির মহাসচিব ও বগুড়া-৬ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ৩০ ডিসেম্বর দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এরপর গণনা শেষে বাড়ি ফিরতে হবে। বগুড়ার মাটিতে জন্ম হয়েছে এবং এখানেই বিজয় হবে ধানের শীষের।’

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘৩০ ডিসেম্বর বোঝা যাবে দেশে গণতন্ত্র থাকবে নাকি স্বৈরতন্ত্র চলবে।’

তিনি বলেন, ‘সরকার নির্বাচন বানচাল করার জন্য সব ধরনের কাজ করছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য পুলিশ দিয়ে গ্রেফতার করাচ্ছে।’

বর্তমান সরকারকে জুলুমবাজ ও নির্যাতনকারী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিনা অপরাধে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। সারাদেশের মানুষের একটাই আকাঙ্ক্ষা, আর তা হচ্ছে সরকার পরিবর্তন। তাই ৩০ ডিসেম্বর সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর