সোনারগাঁও হোটেলে নির্বাচনী মিডিয়া সেন্টার চালু

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 22:03:18

রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য সরবরাহের জন্য মিডিয়া সেন্টার চালু করেছে তথ্য মন্ত্রণালয়।

বুধবার (২৬ ডিসেম্বর) তথ্য সচিব আবদুল মালেক এ সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে তথ্য সচিব আবদুল মালেক বলেন,  দুটি হটলাইনের মাধ্যমে সার্বক্ষণিক নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে মিডিয়া সেন্টার থেকে তথ্য ও অনলাইন সংযোগ সেবা দেওয়া হবে। এজন্য মিডিয়া সেন্টারে তথ্য মন্ত্রণালয়ের ৫ জন কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করবেন। এছাড়া বিটিভিতে প্রচারিত নির্বাচনী ফলাফলও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে মিডিয়া সেন্টারের দু’টি মনিটরে দেখানো হবে।

মিডিয়া সেন্টার থেকে দেশ ও বিদেশের গণমাধ্যমকর্মীরা তথ্য নিতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, বিদেশি ২০০ পর্যবেক্ষক ও ৫০ সাংবাদিকসহ দেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এখান থেকে তথ্য দেওয়া হবে।

জানা গেছে, সোনারগাঁও হোটেলের সুরমা হলে মিডিয়া সেন্টারটিতে একটি ‘ওয়র্কস্টেশন’ ও একটি ‘ব্রিফিং’ কক্ষ রয়েছে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য নিরালা হলে বসার ব্যবস্থা রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং প্রধান তথ্য অফিসার কামরুন নাহারসহ নির্বাচন কমিশন এবং তথ্য, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

 

এ সম্পর্কিত আরও খবর