‘আমি শঙ্কিত, তবে ভোটের শেষ দেখে ছাড়ব’

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-18 08:06:13

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরাম বলেছেন, ‘আমি শঙ্কিত, তবে আমি ভোটের শেষ দেখে ছাড়ব। এতো সহজেই আমি কোনো কিছু ছেড়ে দেয়ার মানুষ না। জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। জনগণ আমাকে ভোট দিতে চায়। আর সেটা আমি বুঝতে পেরেছি।’

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকাতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আকরাম আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার পক্ষে কাজ করা লোকজনদের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে। আমাকে নির্বাচন থেকে সরে যেতে একটার পর একটা মামলা দিয়ে হয়রানি, গ্রেফতার করছে। রিমান্ডে নেয়া হচ্ছে। ৩০ ডিসেম্বরের আগে যদি নেতাদের কাছে না পাই তাহলে নির্বাচনে লড়া কঠিন হয়ে পড়বে।’

তিনি বলেন, ‘সারাদেশে ও এই এলাকায় আর্মি এসেছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। বর্ডার গার্ড এসেছে। আমি ভেবেছি আমাদের আর হয়রানি করা হবে না। কিন্তু তারপরও আমাদের সঙ্গে তা করা হচ্ছে। এতে আমরা হতাশ। কিন্তু তারপরেও আমি মাঠ ছাড়ব না।’

উল্লেখ্য, এর আগে বর্তমান সাংসদ ও জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান এবং ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরামের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। এছাড়া দু’পক্ষই পাল্টাপাল্টি হামলা ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগ করেছে। আর ঐক্যফ্রন্টের পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের একের পর এক বিভিন্ন মামলায় গ্রেফতারের ঘটনা ঘটছে।

এ সম্পর্কিত আরও খবর