ভোট দেয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে: মঞ্জু

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-18 06:56:46

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘দলীয় সরকারের অধীনে দেশে কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ভোট দেয়া নিয়ে ভোটারদের মাঝে সংশয় তৈরি হয়েছে।’

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে খুলনায় ধানের শীষের শেষ নির্বাচনী মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সকল জাতীয় দুর্যোগে দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকাকে স্মরণ করিয়ে দিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘নির্বাচন নিয়ে দুর্যোগময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর যথাযথ ও দৃঢ় পদক্ষেপ ছাড়া জনগণের ভোটের অধিকার রক্ষার আর কোন পথ খোলা নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির মিছিল কর্মসূচি যাতে সফল হতে না পারে এ জন্য বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে। তারপরও মিছিলে জনতার ঢল।’

সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে একটি বড় মিছিল বের হয়। মিছিলটি কেডি ঘোষ রোড, থানার মোড়, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা, ফেরীঘাট, খানজাহান আলী রোড, সাত রাস্তা মোড়, রয়্যাল মোড়, পিটিআই মোড় হয়ে আহসান আহমেদ রোডে গিয়ে শেষ হয়।
মিছিলে ধানের শীষ ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোট্রেট বহন করা হয়। এসময় গোয়েন্দা সংস্থার সদস্যরা সমাবেশে ঢুকে ছবি তুললে উত্তেজনার সৃষ্টি হয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিজেপি সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, লোকমান হাকিম, মোস্তফা কামাল, অধ্যক্ষ আব্দুল খালেক, অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, সিরাজউদ্দিন সেন্টু, সৈয়দা নার্গিস আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট এস আর ফারুক, কাজী মো. রাশেদ, শাহজালাল বাবলু, সৈয়দা রেহানা ঈসা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর