নির্বাচনকে ঘিরে প্রযুক্তির সহায়তায় তৎপর প্রতারকচক্র

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-10 01:36:55

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রযুক্তির সহায়তা নিয়ে ফায়দা লোটার জন্য একটি চক্র তৎপর রয়েছে বলে ডিএমপির সাইবার সিকিউরিটি এবং ক্রাইম বিভাগ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সাইবার সিকিউরিটি এবং ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

মো.নাজমুল হক জানান, সামনে একাদশ সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রতারক চক্র তৎপর। প্রযুক্তির সহায়তা নিয়ে অন্যের ফোন নাম্বার ক্লোন করে মিথ্যা পরিচয় দিয়ে ফায়দা লুটতে পারে।

তিনি বলেন, ‘এ কারণে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাই, যদি ফোন দাতার কণ্ঠ সন্দেহজনক হয় বা তার বক্তব্য ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় তাহলে কলটি কেটে দেবেন। পরে নিজে থেকে কল ব্যাক করবেন। তাহলে ক্লোনের প্রতারণা থেকে বাঁচতে পারবেন।’

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে শতভাগ সতর্ক রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ ক্লোন ঠেকাতে প্রযুক্তিগত ভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে।

এ সম্পর্কিত আরও খবর