‘মেশিনের ভোটতো সহজ বাহে’

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-20 16:00:31

‘ডিজিটাল যুগোত আরো কত কিছু দেকমো। খালি দুইটা টিপ দিনু, তাতে ভোট হয়্যা গেইল। মেশিনের ভোটতো সহজ বাহে। সিস্টেমটা খুব ভালো। বেশি সময়ও নাগে না।’

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ডামি ভোট প্রদান শেষে বার্তা২৪কে এমন প্রতিক্রিয়া জানান রংপুর-৩ আসনের ইঞ্জিনিয়ারপাড়া এলাকার ভোটার গৃহিনী আনোয়ারা বেগম।

বৃহস্পতিবার (২৭ ডিসম্বের) সকাল ১০টায় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ইভিএম মক ভোটিং শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ মক ভোটিং চলবে।

সকাল থেকেই বিভিন্ন বয়সের ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া শিখতে নিজ এলাকার কেন্দ্রে কেন্দ্রে আসতে দেখা যায়। এ সময় মক ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কথা হয় শাপলা চত্ত্বর এলাকার ভোটার আবু বকর সিদ্দিক নামে এক ব্যবসায়ীর সাথে।

তিনি বার্তা২৪কে বলেন, ‘ইভিএম সিস্টেমটা সহজ। এতে ভোট নষ্ট হবার শঙ্কা নেই। ব্যালেট পেপারে তো সিল মেরে ভাজ করতে গিয়ে অনেক ভোটই নষ্ট হয়। কিন্তু ইভিএমে সেই সুযোগ নেই। এটাই ভালো।’

এবার প্রথম ভোট দেবেন হাজীপাড়া এলাকার ভোটার মাসুমা আক্তার শাম্মি। আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মক ভোট দেওয়া শেষে নতুন এ ভোটার বার্তা২৪কে বলেন, ‘ইভিএম নিয়ে আগে যে ধারণা ছিল। তা এখন আর নেই। পদ্ধতিটা খুবই সহজ। প্রথমে একটু ঝামেলা মনে হয়েছিল কিন্তু পরে দেখলাম এটাই সহজ ও স্বচ্ছ পদ্ধতি।’

সকাল থেকে বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রিজাইডিং অফিসারদের অধীনে ইভিএম এ মক ভোটিং চলছে। আগত ভোটারদের প্রিজাইডিং অফিসাররা ইভিএম এ ভোট দেওয়ার পদ্ধতি হাতে কলমে শেখান। আবার অনেকেই অন্যের শেখা দেখেই সহজ এ পদ্ধতি আয়ত্তে নিয়ে ভোট প্রদান করেন।

সকাল সাড়ে ১০টার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীব। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোটারদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, হাতের আঙুলের ছাপ ও স্মার্টকার্ডের মাধ্যমে প্রথমে পরিচয় শনাক্ত করা হবে। উনারা যদি বৈধ ভোটার হন তাহলে কম্পিউটার বলে দেবে যেন উনি বৈধ ভোটার। পরে ভোটার ভোটিং মেশিনে গিয়ে যে প্রতীকে ভোট দিবেন তার পাশের বাটন চেপে কনফর্ম বাটন কনফর্ম করলেই ভোট সম্পন্ন।’

তিনি বলেন, ‘এ পদ্ধতিতে জালিয়াতি করার সম্ভাবনা নেই। আর ভোট নষ্টও হবে না। মেশিন প্রতিটি পদক্ষেপ সঠিক না ভুল তা বলে দেবে। ফলে ভোটার বা পোলিং এজেন্টরা নিজেরাই বুঝতে পারবেন ভোট সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা।’

এ সম্পর্কিত আরও খবর