এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন মির্জা আব্বাস

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-05 15:08:10

ঢাকা ৮ ও ৯ আসনের জনগণের কাছে ভোট চাইতে না যেতে পারায় ক্ষমা চেয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, ‘এই যে আপনাদের কাছে আমি আসতে পারলাম না, এটা ইচ্ছাকৃতভাবে নয়। শুধু এইটুকু মনে রাখবেন, আপনাদের কাছ থেকে দূরে রাখার জন্য তারা (আওয়ামী লীগ) ইচ্ছে করে চক্রান্ত করেছে।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন এলাকার দক্ষিণ শাহজাহানপুরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা ৮ এবং ৯ এলাকার মানুষ আমার অত্যান্ত নিকট আত্মীয়। রক্তের বন্ধন হয়তো নাই কিন্তু আত্মার বন্ধন রয়েছে। নির্বাচনের সময় আপনাদের কাছে বারবার যেতে চেয়েছি কিন্তু আমি যেতে পারি নাই। এজন্য আমি এবং আমার স্ত্রী ক্ষমা প্রার্থী।’

তিনি বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত অনেকগুলো চিত্র দেখেছি যা অত্যান্ত বেদনাদায়ক, ভীতিকর। মনে হয় বাংলাদেশটা একটা আতঙ্কের জনপদ হয়ে গেছে। মনে হচ্ছে না আমরা স্বাধীন দেশে আছি। গুটি কয়েক লোক স্বাধীনতা ভোগ করার জন্য ব্যাস্ত হয়ে উঠেছে। কে কোন দল করি সেটা বড় কথা নয়। বড়কথা হলো, আমরা যারা দেশ প্রেমিক, দেশকে ভালোবাসি, স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভালোবাসি সবাই রোহিঙ্গা হয়ে গেছি। তফসিল ঘোষণা করার পর আমার এলাকার ৭-৮ শত নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। প্রচারণার সময় আমার ওপর হামলা হয়েছে দুই বার। আর আমার স্ত্রীর আফরোজা আব্বাসের (ঢাকা ৯ আসনের প্রার্থী) ওপরও হামলা হয়েছে পর পর চার বার।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা নির্বাচনে যেনো না থাকি সে চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ দিন পর্যন্ত নির্বাচনে আমরা থাকব। কোনো ধরনের ভয় পাবেন না। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন।’

এ সম্পর্কিত আরও খবর