মহাজোটের সঙ্গে নির্বাচন করবে বিকল্পধারা বাংলাদেশ

, নির্বাচন

স্টাফ করসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-18 17:52:03

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সঙ্গে দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবে বিকল্পধারা বাংলাদেশ। তবে জোটগত সিদ্ধান্ত হলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে যাবে এই দল।

ইসিতে দেওয়া চিঠিতে বলা হয়, বিকল্পধারা বাংলাদেশ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে অংশগ্রহণ করবে। আমাদের নির্বাচনী দলীয় প্রতীক হবে কুলা। একইসঙ্গে পরবর্তীতে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটগত প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ পর্যন্ত (১৭ ডিসেম্বর ২০২৩) চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।


চিঠিতে আরও বলা হয়, এই বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশন সমীপে আবেদন জানায় দলটি।

এ সম্পর্কিত আরও খবর