ভোটের মাঠে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা  | 2023-11-20 19:22:31

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন দায়িত্ব পালন করবে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এই তথ্য জানান।

এর মধ্য পুলিশ ও র‍্যাব ১ লাখ ৮২ হাজার জন। আনসার ৫ লাখ ১৬ হাজার, কোস্টগার্ড ২ হাজার ৩৫৫ জন, বিজিবি ৪৬ হাজার ৮৭৬ জন।

ইসি সূত্রে জানা যায়, দ্বাদশ নির্বাচনে র‍্যাঙ্ক অনুযায়ী একজন পুলিশের সর্বনিম্ন ভাতা ৫৩৬ টাকা, সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা। র‍্যাব সদস্যরা একই পরিমাণ অর্থ পাবেন। বিজিবি সর্বনিম্ন ৪০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা ভাতা পাবেন। কোস্টগার্ড সর্বনিম্ন ৬৩৭টাকা, সর্বোচ্চ ১ হাজার ৮০০, আনসার সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা ভাতা পাবেন। 

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও খবর