বরিশালে ফায়ার সার্ভিসের টহল শুরু

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-29 22:26:16

একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনের পাশাপাশি বরিশালে টহল দিতে শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল থেকে বরিশালের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে টহল দিতে দেখা গেছে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, নির্বাচনে অগ্নিসংযোগ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি উপজেলায় দুটি করে মোটরসাইকেল দেয়া হয়েছে। যেগুলো বিভিন্ন কেন্দ্রে টহল দেবে। প্রতিটি মোটরসাইকেলে ৪০ লিটার করে পানি বহন করতে পারবে।

এছাড়া স্ব স্ব উপজেলার ফায়ার স্টেশনের একাধিক ইউনিট সংশ্লিষ্ট উপজেলার কেন্দ্র গুলোতে টহলের দায়িত্বে থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘জেলার তিনটি উপজেলায় (আগৈলঝাড়া, হিজলা এবং মুলাদী) ফায়ার স্টেশন নেই। ওই উপজেলার কেন্দ্রগুলোতে বিভাগীয় ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট টহলের দায়িত্বে থাকবে। এছাড়া বরিশাল সিটি করপোরেশনসহ ওই তিনটি উপজেলার জন্য মোট ২০টি মোটরসাইকেল টহল দেবে। কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিক প্রতিরোধ করবে।’

আর সব মিলিয়ে নির্বাচনে ফায়ার সার্ভিসের মোট ১২০ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর