বিশৃঙ্খলা প্রতিরোধে রাজধানী জুড়ে পুলিশের চেকপোস্ট

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 20:53:10

নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর আসাদগেট, বাংলামোটর, বেলি রোড, কাকরাইল মোড়ে পুলিশের চেকপোস্ট দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পুলিশের চেকপোস্ট থেকে বিভিন্ন গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন সন্দেহভাজন ব্যক্তিদের শরীর তল্লাশি করা হচ্ছে।

চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তা নিশ্চিত করতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। নগরীতে এ নিরাপত্তার তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এদিকে নির্বাচনকেন্দ্রিক মহানগর পুলিশের প্রস্তুতি সর্ম্পকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। কোনো ভোটার যদি নিরাপত্তা হুমকিতে থাকে। যে কোন আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিব।’

তিনি আরও বলেন, ‘এজন্য পুলিশের টহল টিম, সংশ্লিষ্ট থানা এবং ৯৯৯ এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।’

 

এ সম্পর্কিত আরও খবর