লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট নিয়োগে বাধা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম | 2023-08-26 18:11:17

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া টিটুর সিংহ প্রতীকের এজেন্ট নিয়োগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের লিল্লাহ মসজিদ এলাকায় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। টিটু জেলা বিএনপির সদস্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিপক্ষরা হুমকি দিচ্ছে। এজেন্ট নিয়োগ করলে আমার ওপর হামলা করা হবে। এমন পরিস্থিতিতে আমি এজেন্ট নিয়োগ দিতে পারছি না। এজেন্ট নিয়োগে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।’

জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনে ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন। এ আসনে ১৩১টি ভোট কেন্দ্রে ৭৬৬টি ভোট কক্ষ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর