ঝিনাইদহে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম | 2023-12-21 20:42:15

ঝিনাইদহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলার ৬টি উপজেলায় এ উপকরণ বিতরণ করা হয়।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের কাছে ব্যালট পেপারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেন। পুলিশ পাহারায় উপকরণগুলো পৌঁছে যাবে জেলার ৪টি আসনের ৫৭৮টি ভোটকেন্দ্রে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, শুক্রবার সহকারী রিটার্নিং অর্থাৎ সংসদীয় আসনগুলোতে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলাগুলোতে নির্বাচন সামগ্রী বিতরণ শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন করছেন।

উল্লেখ্য, এবার জেলার ৪টি আসনে ভোটকেন্দ্র রয়েছে ৫৭৮টি। আর ভোটগ্রহণ কক্ষ ২ হাজার ৬৩৫টি। এ জেলায় এবার মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪২ হাজার ৩৩০ জন।

এ সম্পর্কিত আরও খবর