পটুয়াখালীতে ভোটের সামগ্রী বিতরণ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-25 04:32:05

পটুয়াখালী জেলার চারটি সংসদনীয় আসনের বিভিন্ন নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিতরণ কাজ শুরু হয়।

এদিকে নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যরা। ভোটের দিন পটুয়াখালীতে এক ব্যাটালিয়নের অধিক সেনা সদস্য, ১০ প্লাটুন বিজিবি, পুলিশের ১ হাজার ৪২৩ জন সদস্য, ৫ হাজার ৮৬৮ জন আনসার, কোস্টগার্ডের এক প্লাটুন এবং র‍্যাবের শতাধিক সদস্যরা দায়িত্ব পালন করবে।

পটুয়াখালীতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৯৩ হাজার ৫৭ জন।

অপরদিকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত থেকে শহরে বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিত লক্ষ্য করা গেছে।

এ সম্পর্কিত আরও খবর