আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 02:02:06

 

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে সারাদেশে নির্বাচন উপযোগী পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবনে নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তাবাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। তারা যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। ছোট খাটো কিছু ঘটনা ঘটলেও দেশজুড়ে এখন পুরোপুরি নির্বাচন উপযোগী পরিস্থিতি বিরাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এর আগে যতগুলো নির্বাচন হয়েছে, তুলনামূলক এই নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ভাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি- জামায়াতের অপতৎপরতার প্রসঙ্গ তুলে বলেন, ১ ডিসেম্বর থেকে বিএনপি জামায়াতের হামলায় আওয়ামী লীগের ৬ জন নিহত হয়েছে। ১৮৭ টি কার্যালয়ে তারা হামলা করেছে। ৫৮ টি কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে। এছাড়া সংখ্যালঘুদের তিনটি বাড়ি পোড়ানোসহ পুলিশের ওপর হামলা চালিয়েছে৷ আসাদুজ্জামান খান কামাল বলেন,

বিএনপি নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। তাতে জনগণকে কান দিয়ে  সকাল থেকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, কেউ বিএনপির এসব হামলায় ভয় পাবেন না। আপনার পছন্দমত প্রার্থীকে ভোট দিবেন।

 

এ সম্পর্কিত আরও খবর