খুলনায় প্রার্থীরা যে যেখানে ভোট দেবেন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-21 14:35:24

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ (৩০ ডিসেম্বর)। খুলনার ৬টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী বিভিন্ন দল থেকে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। প্রধান দুই দল আওয়ামী লীগ সমর্থিত মহাজোট ও বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্ট প্রার্থীরা ভোটগ্রহণের শুরুতেই তাদের নিজ নিজ এলাকায় ভোট দেবেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় খুলনা-১ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী আমির এজাজ খান ভোট দেবেন বটিয়াঘাটা আমিরপুর ইউনিয়নের খারাবাদ বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। একই আসনের মহাজোটের প্রার্থী পঞ্চানন বিশ্বাস সকাল ৯টায় ভোট দেবেন বটিয়াঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

সকাল ৮টায় খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। একই আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল সকাল ১০টায় নগরীর ময়লাপোতাস্থ আহসান উল্লাহ কলেজে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সকাল সাড়ে ৮টায় খালিশপুর ভাষানী বিদ্যাপীঠ হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন খুলনা-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল। একই আসনের মহাজোটের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান সকাল ১০টায় ভোট দেবেন মহেশ্বরপাশা বালিকা বিদ্যালয় কেন্দ্রে।

সকাল ৮টায় খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল ভোট দেবেন রূপসা বেলফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। একই আসনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও ফুটবল তারকা আব্দুস সালাম মুর্শেদী সকাল ৯টায় রূপসা নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

খুলনা-৫ আসনে সাড়ে ৮টায় ঐক্যফ্রন্ট সমর্থিত জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ভোট দেবেন শিরোমনি হাইস্কুল কেন্দ্রে। একই আসনের মহাজোটের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ ভোট দেবেন সকাল ৯টায় উলা হাজী বুনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।

খুলনা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আক্তারুজ্জামান বাবু তার নিজ আসনে ভোট দিতে পারছেন না। কারণ তিনি রূপসা উপজেলা অর্থাৎ খুলনা-৪ আসনের ভোটার। তিনি সকাল ৮টায় রূপসা রাজাপুর জয়বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট সমর্থিত জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ জেলে থাকায় ভোট দিতে পারছেন না।

এ সম্পর্কিত আরও খবর