প্রস্তুত ভোটকেন্দ্র, অপেক্ষা ভোটারদের

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 10:51:54

অল্প কিছু সময় পরেই শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ইতিমধ্যে কেন্দ্রগুলোকে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকা ১০ আসনের ধানমন্ডি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি দেখা যায়।

সরজমিনে দেখা যায়, কেন্দ্রের ভিতরে ভোটগ্রহণের জন্য রুম গুলো সাজানো হয়েছে। সেখানে ভোটের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দরা উপস্থিত হয়েছেন। বাহিরে কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান হয়েছে।

তাছাড়াও অতিরিক্ত নিরাপত্তার জন্য স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রের সামনে অবস্থান করছে।

অন্যদিকে ঢাকা ১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপসের নেতার সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা তাদের ভোটারদের ভোট প্রদানের স্লিপ দিতে ব্যস্ত রয়েছে।

পাশাপাশি ধানের শীষ প্রতীকে ও নিয়ে নির্বাচন করা আব্দুল মান্নানের নেতা সমর্থকদেরও একাজ করতে দেখা গেছে।

এখন পর্যন্ত ধানমন্ডির এই কেন্দ্রটে ভোট পূর্ববর্তী উৎসব বিরাজ করছে।

প্রসঙ্গ, নানা দিক থেকেও এবারের এ নির্বাচন অনেকটাই ব্যতিক্রম। ১০ বছর পর ভোটযুদ্ধে ফিরেছে দেশ। দলীয় সরকারের অধীনে এবারই প্রথম সব দল নির্বাচন অংশগ্রহণ করছে।

এর আগে ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচন দলীয় সরকারের অধীনে হলেও তাতে অধিকাংশ দল অংশ নেয়নি। এবারই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট হচ্ছে। সাজার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারছেন না। তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দণ্ডের কারণে নির্বাচনের বাইরে।

এবারের নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৫৭৩। পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। প্রায় ১ কোটি ২৩ লাখ তরুণ ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবে। ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দল অংশ নিচ্ছে, দশম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ১২টি দল।

এ সম্পর্কিত আরও খবর