ভোটারদের হাত থেকে কাগজ কেড়ে নিচ্ছে আ.লীগ: ফখরুল

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-08-31 18:25:23

ঠাকুরগাঁও-১ আসনের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ওই আসনের ধানের শীষের প্রার্থী।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ৫মিনিটে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

ভোট দেয়া শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঠাকুরগাঁও সহ দেশের অনেক ভোট কেন্দ্রের অবস্থা ভালো নেই। আওয়ামী লীগের লোকেরা ভোটকেন্দ্র দখল করে রেখেছে। ভোটারদের হাত থেকে কাগজ কেড়ে নিচ্ছে।’

ফখরুল অভিযোগ করে বলেন, ‘ভোটগ্রহণের শুরুতেই ঠাকুরগাঁওয়ের সরকারি কলেজ এবং বেগুনবাড়ি কেন্দ্রের ভোট কক্ষে বিএনপির কোনো পোলিং এজেন্টকে থাকতে দেয়া হচ্ছে না। ’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ভোটাররা যদি ভোট দিতে পারে, তাহলে ঐক্যফ্রন্ট ও গণতন্ত্রের বিজয় হবে।’

পরে তিনি নিজ নির্বাচনী আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন।

অপরদিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভোট দিয়েছেন একই আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

এবার ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৩৪২ জন। পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৯৩৪ জন, নারী ভোটার ২ লাখ ১ হাজার ৪০৮ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৫টি। ভোটকক্ষের সংখ্যা ৭৭৭টি।

 

 

এ সম্পর্কিত আরও খবর