ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে: পর্যবেক্ষক

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:42:08

একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সকাল থেকে দুপুর পর্যন্ত স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর সাত সদস্যের একটি পর্যবেক্ষক দল।

রোববার (৩০ ডিসেম্বর) রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন পর্যবেক্ষক দলের সদস্যরা।

এ সময় কানাডীয় পর্যবেক্ষক তানিয়া ফস্টার বলেন, ‘এই প্রথম বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছি। ইতোমধ্যে পাঁচটি কেন্দ্র ঘুরে এসেছি। প্রত্যেকটি কেন্দ্রে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে দেখেছি আমরা। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।’

একই সময় ভারতের পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। আমি ভারতে নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের মিল খুঁজে পাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর