মেহেরপুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪ | 2023-08-09 21:59:32

বেলা বাড়ার সাথে সাথে মেহেরপুরের দু’টি সংসদীয় আসনে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। পুরুষ ভোটারদের উপস্থিতি কম হলেও নারী ভোটারদের উপস্থিতি বেড়েছে।

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু থেকে ভোটারদের উপস্থিতি ছিল কম। প্রচণ্ড শীতের কারণে সকালে ভোট দিতে বের হননি অনেকেই। তবে সূর্য উঠলে শীতের তীব্রতা কমে গেলে কেন্দ্রগুলোতে ভোটের লাইন দেখা দেয়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৩ হাজার ৪৯২ জন পুলিশ-আনছার সদস্য, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী ভোটের নিরাপত্তায় কাজ করছেন।

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৬০৫ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২৮৮ জন।

মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীসহ ৫ জন এবং মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দু’টি আসনেই মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে।

 

এ সম্পর্কিত আরও খবর