ভাতিজাকে ভোট প্রদানে বাধা, চাচার মৃত্যু

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নাটোর, বার্তা২৪.কম | 2023-08-26 15:22:40

নাটোরের নলডাঙ্গায় বিএনপি কর্মী ভাতিজাকে ভোট দিতে বাধা প্রদান করায় ভাতিজার ছুরিকাঘাতে হোসেন আলী নামে আওয়ামী লীগ কর্মী চাচার মৃত্যু হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হোসেন আলী সমসখলসি গ্রামের অছিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সমসখলসি গ্রামের বিএনপি কর্মী ভাতিজা রতন হোসেনকে ভোট দিতে নিষেধ করে আওয়ামী লীগ কর্মী চাচা হোসেন আলী।

এতে ক্ষিপ্ত হয়ে ভাতিজা রতন সমসখলসি গ্রামের একটি মাঠের ভেতর চাচা হোসেন আলীকে একা পেয়ে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হোসেন আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামীলীগ কর্মী হোসেন আলীর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীকে গ্রেফতারে অভিযান চলছে।

এ সম্পর্কিত আরও খবর