যশোর-৩: ধানের শীষের প্রার্থীর ওপর হামলা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪.কম | 2023-08-27 18:40:57

যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এসময় তাকেও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহরের বারান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনাটি মৌখিকভাবে রিটার্নিং অফিসারকে জানিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। অভিযোগ করে তিনি বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে শহরের বারান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যাই। সেখানে সীমাহীন অনিয়ম দেখেছি। ব্যালট পেপারে অগ্রিম সাক্ষর করা রয়েছে। আমি প্রিসাইডিং অফিসারকে বলেছি, আপনি এভাবে আগেই সাক্ষর করে রাখতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রের ভেতর নৌকার সমর্থক নারীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে আমি বলেছি আপনি কেন্দ্রের ভেতর এ কাজ করছেন কেন। তখন তিনি চড়াও হন। এ সময় এক যুবক এসে আমাকে ধাক্কা মেরে গাড়িতে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে আমার গাড়িতে।’

ধানের শীষের এ প্রার্থী বলেন,‘নির্বাচনী আসনে বেশিরভাগ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। তারা কেন্দ্রের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ ভোটারদের বলছে, তোমরা কেন ভোট দিতে এসেছো। আমি যত কেন্দ্রে গিয়েছি, সেখানে বোমা নিক্ষেপ করা হয়েছে। আমি নিজেই ১৩টি কেন্দ্র পরিদর্শন করেছি।’

এদিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যশোরের ছয়টি সংসদীয় আসনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ৭৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ছয়টি আসনে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সকালে যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত শহরের বিএড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ ভোট দিয়েছেন সেবাসংঘ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

সকালে শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে নারী পুরুষের লম্বা লাইন। পর্যায়ক্রমে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

সেবাসংঘ বালিকা উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৌমেন গাইন বলেন, ‘মোট ভোটার ৩ হাজার ৬ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছয়টি বুথে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।’

সকাল পৌনে ১১ টার দিকে সেবাসংঘ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান বলেন, ‘২ হাজার ৯০২ ভোটারের প্রায় ২৫ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নৌকার পাঁচজন ও কুলা মার্কার পাঁচজন এজেন্ট আছে। তবে ধানের শীষের কোনো এজেন্ট নেই এই কেন্দ্রে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

 

যশোরের ছয়টি সংসদীয় আসনে ৭৯৯টি কেন্দ্রে ভোট দেবেন ২০ লাখ ৯২ হাজার ৪৫৬ জন ভোটার। যার মধ্যে পুরুষ ১০ লাখ ৪৯ হাজার ১৪৪ জন এবং নারী ভোটার ১০ লাখ ৪৩ হাজার ৩১২ জন। আর এ জন্য ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছে ১৩ হাজার ১৫৬ জন। এর মধ্যে প্রিসাইডিং অফিসার হিসেবে ৭৯৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ৪ হাজার ১১৯ ও পোলিং অফিসার হিসেবে ৮ হাজার ২৩৮ জন রয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলায় দায়িত্বে রয়েছেন ১১ হাজার ১৮৬ জন।

এ সম্পর্কিত আরও খবর