সরকার নির্বাচনের নামে তামাশা করছে: ফখরুল

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-08-06 12:33:26

সরকার তার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নামে একটি তামাশা করছে সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘সকাল থেকে নির্বাচনের পরিস্থিতি কিছুটা ভাল ছিল। ভোটাররা তাদের ভোট দিচ্ছিল ভাল ভাবে। হঠাৎ করে পাল্টে যায় চিত্র। পুলিশের সহযোগিতা ও আশ্রয়ে আওয়ামী লীগের গুণ্ডা বাহিনীরা ভোটকেন্দ্রে ভোটারদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এরপর আওয়ামী সন্ত্রাসীরা নিজেদের সিল মারতে শুরু করে। শুধু এখানেই নয় সারাদেশে প্রায় একই রকম অবস্থা।’

নির্বাচনে থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচনে থাকব ৪টা পর্যন্ত। তবে সরকার নির্বাচনটিকে এভাবে করে জাতিকে দীর্ঘদিনের জন্য একটা সমস্যায় ফেলে দিল। এর ওপর আর মানুষের কোনো আস্থা থাকবে না। প্রশাসনের ওপর মানুষের আর কোন আস্থা থাকবে না।’

ফখরুল বলেন, ‘সেনাবাহীনিকে পুতুলের মতো রেখে তারা এই কাজটি করছে। যেটি সেনাবহিনীর ইমেজে ক্ষতি হচ্ছে। আমি মনে করি এটা দেশের জন্য ক্ষতি হয়ে গেল। যে ক্ষতিটি পূরণ করা জাতীর জন্য অনেক কঠিন হয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতাকর্মীরাসহ সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর