নাটোরের তিনটি আসনে বিএনপি-জাপা প্রার্থীদের ভোট বর্জন

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নাটোর, বার্তা২৪ | 2023-09-01 21:35:55

ভোট কারচুপি, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, প্রকাশ্যে সিল দেওয়াসহ নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগ এনে নাটোরের তিনটি আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী ভোট বর্জন করেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় তারা পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে এই ভোট বর্জন করেন।

ভোট বর্জন হওয়া আসন গুলো হচ্ছে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি প্রার্থী কামরুন্নাহার শিরিন, নাটোর-২ আসনে সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর-৩ আসনে দাউদার মাহমুদ ভোট বর্জন করেন। এছাড়া, নাটোর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান সেন্টু ভোট বর্জন করেছেন।

দুপুরে নাটোর জেলা জাপা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

নাটোর-২ আসনে বিএনপির ভোট বর্জন বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল বলেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন লজ্জা ঢাকতে বিএনপি এই ভোট বর্জনের নাটক করছে।

 

এ সম্পর্কিত আরও খবর