পটুয়াখালীর ৪টি আসনে নৌকার পরই হাতপাখার অবস্থান

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম | 2023-09-01 22:58:55

পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় চারটি আসনেই আওয়ামী লীগের নৌকার প্রার্থীরপরই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী এগিয়ে আছেন। আর সবগুলো আসনেই হাতপাখার থেকেও কম ভোট পিছিয়ে আছেন বিএনপির ধোনের শীষের প্রার্থীরা।

পটুয়াখালী-১ ( সদর, দুমকি, মিজাগজ্ঞ) আসনে মোট ভোট কেন্দ্র ১৫৩টি। এর মধ্যে ২৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায় এডভোকেট শাহজাহান মিয়া (নৌকা) পেয়েছেন ৪৭ হাজার ২৭৮ ভোট, তার নিকটতম প্রার্থী হিসেবে আলতাফুর রহমান (হাতপাখা) পেয়েছেন ১৮৭২ ভোট এবং আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১৬৫৪ ভোট।

পটুয়াখালী-২ (বাউফল উপজেলা) আসনে ১০৮টির মধ্যে ৭১টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকার প্রার্থী আ.স.ম ফিরোজ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৪৩ ভোট, হাতপাখার প্রার্থী মাওলানা নজরুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ২৪৩ ভোট এবং ধানের শীষের প্রার্থী সালামা আলম পেয়েছেন ৩ হাজার ৯৭২ ভোট।

পটুয়াখালী-৩ (গলাাচিপা ও দশমিনা উপজেলা) আসনে ১১৮টির মধ্যে ৮৭টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। নৌকার প্রার্থী এস এম শাহজাদা পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ ভোট, হাতপাখার প্রার্থী ডা. কামাল পেয়েছেন ৬ হাজার ৭৩২ ভোট এবং ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনি পেয়েছেন ৪৮৬৭ ভোট।

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনে ১১০টির মধ্যে ১৫টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। নৌকার প্রার্থী মুহিব্বুর রহমান মুহিব পেয়েছেন ১৫ হাজার ৭৯৮ ভোট। হাতপাখার প্রার্থী মুফতী হাবিবুর রহমান পেয়েছেন ৩৫২ ভোট এবং ধানের শীষের এবিএম মোশাররফ পেয়েছেন ৫১৯ ভোট।

সার্বিক হিসেবে জেলার সবকটি আসনে নৌকা প্রার্থীরা বিজয়ী হলেও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর