ভোলায় ৪টি আসনেই নৌকা প্রার্থীর জয়

বিবিধ, নির্বাচন

মোকাম্মেল মিশু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ভোলা, বার্তা২৪.কম | 2023-08-30 14:13:00

ভোলার চারটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরাই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন, ভোলা-১ সদর আসনের তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

জেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যিাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা সদর আসনে ১১৩টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী তোফায়েল আহমেদ ২ লাখ ৪৫ হাজার ৪০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলনের মাওলানা মোহাম্মোদ ইয়াছিন ৭ হাজার ৮০১ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর পেয়েছেন ৭ হাজার ২৯৯ ভোট। জাতীয় পার্টির লাঙলের প্রার্থী কেফায়েত উল্লাহ পেয়েছেন ১ হাজার ৫১৮ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পাটি কাস্তে প্রতিকে পেয়েছেন ১ হাজার ২ ভোট।

ভোলা-২ আসনের ১১২টি ভোট কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের বেসরকারি ফলে নৌকার প্রার্থী আলী আজম মুকুল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৭৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজ ইব্রাহিম পেয়েছেন ১৪ হাজার ২১৪ ভোট। ইসলামী আন্দোলন প্রার্থী হাতপাখা প্রতীকে মো. ওবায়দুর রহমান পেয়েছেন ৮ হাজার ২৭৭ ভোট।

ভোলা-৩ আসনের ১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে বেসরকারি ফলে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৫২ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী হাত পাখা প্রতীকে মাওলানা মো. মোসলে উদ্দিন পেয়েছেন ৪ হাজার ১৫১ ভোট। বিএনপি প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫১৪ ভোট। জাতীয় পাটি লাঙল প্রতীকে নুরননবী সুমন পেয়েছেন ২ হাজার ২৭৫ ভোট।

ভোলা-৪ আসনে ১৩৬ টি ভোট কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের বেসরকারি ফলে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ পেয়েছেন ৬ হাজার ৪৮১ ভোট। বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৯৬ ভোট।

ভোলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের চারজন, বিএনপির চারজন, ইসলামী আন্দোলনের চারজন, জাতীয় পার্টির দু্ইজন এবং সিপিবির একজন প্রাথীসহ মোট ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

জেলার ৪৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ছিল। এখানের ভোটার ছিল ১২ লাখ ৭৩ হাজার ৮২১ জন।

এ সম্পর্কিত আরও খবর