যে কারণে স্থগিত হলো ২২টি ভোটকেন্দ্রের ভোট

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 05:31:58

সংঘাত ও সহিংসতাসহ ব্যালট পেপার ছিনতাই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার কারণে ২৯৯ টি আসনের ২২টি ভোটকেন্দ্র স্থগিত হয়েছে। সারাদেশের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বেশিরভাগ কেন্দ্রেই ব্যালট পেপার ও বাক্স ছিনতাই ,সহিংসতা এবং আরও বেশকিছু বিচ্ছন্ন ঘটনার কারণে এইসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।  এছাড়াও দুই একটি হতাহতের ঘটনাও রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আমরা বিভিন্ন অভিযোগে কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত করেছি। এসব কেন্দ্রের বিষয়ে কিছু অভিযোগ ছিল। এর মধ্যে ব্যালট পেপার ছিনতাইসহ কিছু অভিযোগ রয়েছে। আমরা অভিযোগ পাওয়ার পর সেগুলোর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিয়েছি।

এদিকে ভোট শেষে আজ সন্ধ্যায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ২৯৯টি আসনে ৪০ হাজারের মতো কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গোলাযোগ ও অন্যান্য কারণে ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি সকল কেন্দ্রে শান্তিপূর্ণ ও ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, রংপুর -২ আসনে  কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক জালভোট প্রদানের প্রচেষ্টার অভিযোগে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। চাপাইনবাবগঞ্জ -১ আসনে  চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রেগুলোর মধ্যে রয়েছে- তেররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরজগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং চার হাসানপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়।ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার কারণে ভোটগ্রহন বন্ধ করা হয়। শেরপুর -১ আসনে দুইটি কেন্দ্রে দুস্কৃতকারীরা অস্ত্র ও লাঠিপেটা নিয়ে আক্রমন করে ভোটকেন্দ্রে দখলের চেষ্টা করে। এ সময় ব্যালট পেপার ছিনতাই হয় এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠে। পরিস্থিতি প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে সেই কেন্দ্রে ভোটগ্রহন বন্ধ ঘোষণা করা হয়। কেন্দ্রগুলো হলো জামিয়া আরাবিয়া তালিমুননেছা মহিলা মাদ্রাসা এবং সাহাব্দিরচর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

নরসিংদী -৩ আসনে কোন্দারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি সংঘর্ষে এক জন নিহত হওয়ায় এবং ছয়টি ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় ভোটগ্রহন বন্ধ ঘোষণা করা হয়। বাহ্মণবাড়িয়া -১ আসনে দুইটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। কেন্দ্র দুইটি হলো ধানতলিয়া সরকারি প্রাথমিক  বিদ্যালয় এবং কোয়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাক্ষ্রণবাড়িয়া-২ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবণতি হওয়ার কারণে প্রিজাইডিং অফিসার তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন। কেন্দ্রগুলো হলো যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ায় দুপুর ১ টায় ভোটগ্রহণ বন্ধ করা হয়। কুমিল্লা-১ আসনে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রটিতে পাঁচটি ব্যালট বাক্স ভাঙ্গচুর এবং ব্যালট পেপার ছিনতাই হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। কুমিল্লা -৭ আসনে পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থগিত হয়। ব্যালট বাক্স ছিনতাই এবং ভাঙচুর হয়। ব্যালট বাক্স ছিনতাইকালে একজন ছিনতাইকারী পুলিশের গুলিতে নিহত হয়।

কুমিল্লা-৮ আসনে আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পেপার ছিনতাইসহ নানা অপ্রতিকির ঘটনা ঘটায় কেন্দ্রটিতে ভোট স্থগিত হয়।

কুমিল্লা-১০ আসনে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে দুষ্কৃতিকারী কর্তক প্রায় ১৮০০ ব্যালট পেপার  আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কারণে ভোট গ্রহন করা সম্ভব হয়নি। চাঁদপুর ৫ আসনে দক্ষিণ বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই ও ব্যালট পেপার চুরি হওয়ায় ভোট গ্রহন করা সম্ভব হয়নি। নোয়াখালী -১ আসনে কেগনা নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ,পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত হয়। এসব কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হয়। নোয়াখালী-২ আসনে মধ্য নাটেশ্বর ইসলামিয়া এবতেদায়ী নুরানী দাখিল মাদ্রাসা কেন্দ্রেটিতে দুস্কৃতকারী কর্তৃক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশসহ মোট ৭ থেকে ৮জন আহত হওয়ায় ঘটনা ঘটায় ভোটগ্রহন স্থগিত হয়।

নোয়াখালী-৩ আসনে দুইটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স এবং নির্বাচনী মালামাল ছিনতাইয়ের কারণে ভোটগ্রহণ করা সম্ভব হয়নি। কেন্দ্রগুলো হলো- খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুনামগঞ্জ -৩ আসনে কারাড়াই মাদ্রাসায় ব্যালট বাক্স ছিনতাই হওয়ার অভিযোগে ভোটগ্রহন স্থগিত হয়। সুনামগঞ্জ-৫ আসনে কলাউড়া দারুস সুন্নাহ কাসিমিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র্রটিতে ভোটগ্রহণ স্থগিত হয়। চট্টগ্রাম-১০ আসনে শহীদনগর সিটি কর্পোরেশন সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোটগ্রহনে অনিয়ম থাকায় ভোট স্থগিত করেন প্রিজাইডিং অফিসার।

এ সম্পর্কিত আরও খবর