মনোনয়ন প্রত্যাহার করলেন জাসদের শিরিন আখতার

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2023-12-17 17:37:15

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন বর্তমান সংসদ সদস্য ও জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের হাতে প্রত্যাহারপত্র জমা দেন তার প্রতিনিধিরা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী-১ আসনে জাসদের প্রার্থী শিরিন আখতার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও এ আসনে জাকের পার্টির প্রার্থী রহিম উল্লা ভূঞা মনোনয়ন প্রত্যাহার করেছেন।

২ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে এ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তৃণমূল বিএনপির মো. শাহজাহান শাজু, ইসলামিক ফ্রন্ট বাংলাদশে প্রার্থী কাজী মো. নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল ও স্বতন্ত্র আবুল হাসেম চৌধুরী।

উল্লেখ্য ফেনী-১ আসনে (পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া) ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর