প্রার্থিতা ফিরে পেতে সাদিক-শাম্মীর রিটের শুনানি আজ

, নির্বাচন

স্টফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম বরিশাল | 2023-12-18 07:16:48

দ্বৈত নাগরিকত্ব থাকায় নির্বাচনের বাতিল হওয়া বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত ড. শাম্মী আহমেদ ও বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রীট করেছেন।

পৃথক দুই বেঞ্চে রবিবার (১৭ ডিসেম্বর) রীট করা হয়। দুই বেঞ্চের বিচারপতি রীটের শুনানীর জন্য অনুমতি দিয়েছেন। উভয় রীটের শুনানী সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকায় বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন ফরম বাতিল করে নির্বাচন কমিশন।

অষ্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় রিটার্নিং কর্মকর্তা বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদের প্রার্থীতা বাতিল করে। কিন্তু, এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপীল করা হয়। কিন্তু, নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখে।

তাই প্রার্থীতা ফিরে পেতে ড. শাম্মী ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রবিবার হাইকোর্টে রীট করেন। সাদিক আবদুল্লাহর রীটের বিষয়ে বার্তা২৪.কম-কে এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ‘বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. মো. বশিরউল্লাহর বেঞ্চে রীট করেন। বিচারপতিদ্বয় আবেদনের উপর শুনানীর অনুমতি নিয়েছেন। সোমবার বেলা ১১টায় শুনানী হবে।’

তিনি বলেন, ‘রিট আবেদনটি কার্যতালিকার ৪ নম্বরে ছিল। কিন্তু, রবিবার ২ টি রিভিউ করেন বিচারক। তাই রোববার শুনানী হয়নি। নির্বাচন কমিশন ঘোষিত প্রার্থীতা প্রত্যাহার কিংবা প্রতীক বরাদ্ধের তারিখ কোনও বিষয় নয়। হাইকোর্ট প্রার্থীতা ফিরিয়ে দিলে ভোটের আগে যেকোনও সময় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে বা নির্বাচনে অংশ নিতে পারবে।’

ড. শাম্মীর বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মনির বলেন, ‘বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চে রীট করা হয়। বিচারপতিদ্বয় আবেদনের শুনানীর অনুমতি নিয়েছেন।’

এ সম্পর্কিত আরও খবর