ঢাকার ১৪ আসনে প্রতীক বরাদ্দ চলছে

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-18 11:06:18

ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে এ প্রতীক বরাদ্দ শুরু হয়। ইতিমধ্যে ঢাকার ১৪ টি আসনের ২ টিতে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। 

ঢাকা রিটার্নিং অফিসের তথ্য মতে, ঢাকা-৪ আসনে মোট ৯ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা ৫ আসনে ১২ টি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বাকি আসনের বরাদ্দ আজ সারাদিনে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম।

তিনি বলেন, 'আমরা সকল প্রার্থীর উপস্থিতিতে প্রতীক দিচ্ছি। একই প্রতীক একাধিক ব্যক্তি পছন্দ করলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক নির্বাচন করে বরাদ্দ দেওয়া হচ্ছে। আজ সারাদিনে এই কার্যালয়ের অধীনে সকল প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হবে আশা করছি।'  

এ সম্পর্কিত আরও খবর