ঢাকার ৫ আসনে কে কোন প্রতীক পেলেন

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-18 13:14:23

সিটি করপোরেশনের বাইরে ঢাকার ৫টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। আসনগুলো হলো— ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯, ঢাকা-২০।

ঢাকার এই ৫টি আসনে মোট প্রার্থী সংখ্যা ৩৪ জন। তার মধ্যে— ঢাকা ১ আসনে ৭ জন, ঢাকা ২ আসনে ৪ জন, ঢাকা ৩ আসনে ৬ জন, ঢাকা ১৯ আসনে ১০ জন ও ঢাকা ২০ আসনে ৭ জন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

ঢাকা-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন সালমান এফ রহমান। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন মিজানুর রহমান ভূঁইয়া কিসমত। তৃণমূল বিএনপির মুফিদ খান পেয়েছেন দলীয় প্রতীক সোনালী আঁশ, সালমা ইসলাম পেয়েছেন জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন জিল্লুর রহমান। এই আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির শামসুজ্জামান চৌধুরী পেয়েছেন একতারা, গণফ্রণ্টের শেখ মো. আলী পেয়েছেন মাছ, মো. করম আলী পেয়েছেন ওয়ার্কার্স পার্টির দলীয় প্রতীক হাতুড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম পেয়েছেন আম প্রতীক।

এদিকে ঢাকা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন, এছাড়াও জাতীয় পার্টি থেকে শাকিল আহমেদ শাকিল লাঙ্গল প্রতীক, ইসলামি ঐক্যজোট মাওলানা আশ্রাফ আলী জিহাদী মিনার প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. হাবিবুর রহমান ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়া ঢাকা-৩ আসনে জাতীয় পার্টি থেকে দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন মনির সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব মো. নসরুল হামিদ নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন, মুক্তি জোটের দলীয় প্রতীক ছড়ি পেয়েছেন জনাব মো. রমজান, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রতীক আম পেয়েছেন আবদুস সালাম এবং বাংলাদেশ কংগ্রেসের দলীয় প্রতীক ডাব বরাদ্দ পেয়েছেন মো. জাফর। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনাব মো. আলী রেজা ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা- ১৯ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মো. এনামুর রহমান দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। এদিকে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুল হাসান দলীয় প্রতীক সোনালী আঁশ, গণফ্রন্টের মনোনীত প্রার্থী নুরুল আমীন দলীয় প্রতীক মাছ, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন কাঁঠাল এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন কুমার ভঞ্জ দলীয় প্রতীক ডাব বরাদ্দ পেয়েছেন। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. ইসরাফিল হোসেন সাভারী পেয়েছেন আম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) দলীয় প্রতীক নোঙ্গর পেয়েছেন দলীয় প্রার্থী মো. সাইফুল ইসলাম মেম্বার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক মো. সাইফুল ইসলাম এবং ঈগল প্রতীক তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-২০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেনজীর আহমদ দলীয় প্রতীক নৌকা পেয়েছেন, জাতীয় পার্টির দলীয় প্রতীক পেয়েছেন দলের মনোনীত প্রার্থী খান মোহাম্মদ ইসরাফিল। এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) দলীয় প্রতীক একতারা পেয়েছেন মো. মিনহাজ উদ্দিন, মুক্তিজোটের দলীয় প্রতীক ছড়ি পেয়েছেন মো. আমিনুর রহমান এবং ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রতীক আম বরাদ্দ পেয়েছেন রেবেকা সুলতানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ মালেক ট্রাক এবং মোহাদ্দেছ হোসেন কাঁচি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর