মাগুরা–১ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন সাকিব

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, মাগুরা | 2023-12-18 13:21:15

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সহসভাপতি মুন্সী রেজাউল হকসহ প্রতীক বরাদ্দ পাওয়া অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন- জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ লাঙ্গল প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ’র কে,এম মোতাসিম বিল্লা টেলিভিশন প্রতীক ও তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় (রনি) সোনালী আঁশ প্রতীক।

অপরদিকে মাগুরা-২ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার নৌকা প্রতীক, জাতীয় পার্টির মো. মুরাদ আলী লাঙ্গল প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক, তৃণমূল বিএনপির মো. আখিদুল ইসলাম সোনালী আঁশ প্রতীক ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. আসাদুজ্জামান একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর