ফেনীতে নির্বাচনী প্রচারণা শুরু

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ফেনী | 2023-12-18 21:15:12

ফেনীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। প্রতীক পেয়েই ভোটের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) ফেনীর তিনটি আসনেই প্রার্থীদের জমজমাট প্রচারণা লক্ষ্য করা গেছে।

প্রচারণার প্রথমদিনে দেখা গেছে, সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক পেয়ে মাইকিং ও পোস্টার লাগিয়ে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। এদিন ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নৌকা প্রতীক পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিছিল বের করেন নেতাকর্মীরা। সন্ধ্যা ৭টার দিকে পরশুরাম বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোডাউন দেন নাসিম চৌধুরী।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই ফেনী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর প্রচারণা কার্যক্রম শুরু হয়। দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকল ইউপি চেয়ারম্যানদের মাঝে প্রচারণার বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। সন্ধ্যায় শহরের মাস্টারপাড়ায় ফেনী পৌর আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা মঞ্চে নিজাম হাজারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রচারণার প্রথম দিনেই শহরের সকল এলাকায় নৌকা প্রতীকের ব্যানার পেস্টুন লক্ষ্যে করা গেছে। এছাড়াও মাইকিং এর মাধ্যমে নেতাকর্মীদের প্রচারণা করতে দেখা গেছে নেতাকর্মীদের।

এছাড়াও ফেনী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলামের মাইকিং করে প্রচারণা করতে দেখা গেছে।

অন্যদিকে ফেনী-৩ আসনে জোটের রাজনীতির কারণে নৌকার প্রার্থী আবুল বাশারের মনোনয়ন প্রত্যাহারের তৃণমূলে কিছুটা স্থবিরতা রয়েছে। প্রচারণার প্রথমদিনে এ আসনে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যাহ।

এছাড়া নির্বাচনী প্রচারণার প্রথমদিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া অন্যান্য প্রার্থীদের তেমন উল্লেখযোগ্য কর্মযজ্ঞ দেখা যায়নি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিনটি আসনে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারমধ্যে ২১ জনের মনোনয়নপত্র বৈধ ও ১৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে আপিলের মাধ্যমে ৫ জন প্রার্থিতা ফিরে পান। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে ২১ জন প্রার্থী চূড়ান্ত হয়।

প্রার্থীদের উদ্দেশ্যে মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, প্রচার প্রচারণার ক্ষেত্রে মাইক ব্যবহারে সতর্ক থাকতে হবে। দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বোচ্চ ৩ টি মাইক ব্যবহার করা যাবে। এছাড়াও কোন জীবন্ত প্রাণীকে প্রচারণার কাজে ব্যবহার করা যাবেনা। নির্বাচনি আচরণবিধি সংক্রান্ত সব আইন মেনে চলতে হবে। কোন প্রার্থী আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর