বগুড়ায় জামানত হারাচ্ছেন ৩৪ প্রার্থী

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 22:52:54

একাদশ সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে ৩৪ জন প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। জামানত হারানোদের মধ্যে বিএনপির সাবেক ও মহাজোটের বর্তমান সংসদ সদস্যও রয়েছেন।

জামানত হারানোর মধ্যে আরো রয়েছেন বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম, বর্তমান সাংসদ, ইসলামী আন্দোলনের সাত জন প্রার্থী ও কমিউনিস্ট পার্টির জেলা সেক্রেটারি।

বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় প্রার্থীরা তাদের জামানত হারাচ্ছেন।

বগুড়া-১ আসনে জামানত হারাচ্ছেন বিএনপির সাবেক সাংসদ কাজি রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের এবিএম মোস্তফা কামাল ও স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমান মন্ডল।

বগুড়া-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদুর রহমান মান্না ৫৯ হাজার ৭১৩ ভোট পেয়ে জামানত হারাতে না হলেও অপর দুই প্রার্থী ইসলামী আন্দোলনের জামাল উদ্দীন, মুসলিম লীগের শফিকুল জামানত হারাচ্ছেন।

বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, আব্দুল মজিদ, নজরুল ইসলাম, বিএনএফ প্রার্থী আব্দুল কাদের জিলানী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লিয়াকত আলী ও ইসলামী আন্দোলনের শাহজাহান আলী জামানত হারাচ্ছেন।

বগুড়া-৪ আসনে ইসলামী আন্দোলনের ইদ্রীস আলী, তরিকত ফেডারেশনের কাজী এমএ কাশেম, স্বতন্ত্র হিরো আলম, এনপিপির আয়ুব আলী, বিএনএফ এর জীবন রহমান জামানত হারাচ্ছেন।

বগুড়া-৫ আসনে বিএনপ‘র গোলাম মোহাম্মদ সিরাজ ৪৯ হাজার ৭৭৭ ভোট পেয়ে অল্পের জন্য জামানত রক্ষা করেছেন্। এই আসনে জাতীয় পার্টির তাজ মোহাম্মদ শেখ, স্বতন্ত্র তাহমিনা জামান হিমিকা, আব্দুর রউফ জোন, ইসলামী আন্দোলনের মাহমুদুর রহমান, এনপিপির আব্দুর নুর, ইসলামী ঐক্য জোটের নজরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রঞ্জন কুমার দে ও কমিউনিস্ট পার্টির সন্তোষ কুমার পাল জামানত হারাচ্ছেন।

বগুড়া-৬ আসনে ইসলামী আন্দোলনের মামুনুর রশিদ, জাকের পার্টির ফয়সাল বিন শফিক, ন্যাপের আমিনুর ররহমান টিপু, সিপিবির আমিনুল ফরিদ, বিএনএফ’র জীবন রহমান হারাচ্ছেন জামানত।

বগুড়া-৭ আসনে মহাজোট প্রার্থী বর্তমান সাংসদ আলতাফ আলী, এনপিপির ফজলুল হক, ন্যাপের মন্তেজার রহমান, ইসলাম আন্দোলনের শফিকুল ইসলাম ও বাসদের শহিদুল ইসলাম জামানত হারাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর